নান্দাইলে চণ্ডিপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমদাদুল হক ভূঁইয়ার বহিষ্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে নতুন বাজার আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলে উপজেলার ১৩ ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন।
এর আগে গত মঙ্গলবার ওই ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় দশম ও একাদশ সংসদ নিয়ে মন্তব্য করেন চেয়ারম্যান এমদাদুল হক ভূঁইয়া। এ সময় তিনি বর্তমান সাংসদ আনোয়ারুল আবেদীন খান তুহিনকে রাতের ভোটের সাংসদ বলেছেন বলে অভিযোগ উঠেছে।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শরাফ উদ্দিন ভূঁইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু প্রমুখ।