মানিকগঞ্জের ঘিওরের দুই দিনে ১০টি গরু চুরি হয়েছে। গত সোমবার ও মঙ্গলবার দিবাগত রাতে ঘিওর সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। গরু চুরির শোক সইতে না পেরে এক কৃষকের বাবার মৃত্যু হয়েছে বলে দাবি তাঁর স্বজনদের।
ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম দোতরা গ্রামের আবুল বাশারের চারটি গরু চুরি হয়ে গেছে। ওই রাতেই একই গ্রামের তফিজ মাতব্বরের একটি গাভি ও দুইটি বাছুর চুরি হয়েছে।
এর আগের রাতে সোমবার কৃষি খামারি মো. আনোয়ার হোসেনের তিনটি গরু চুরি হয়। চোরেরা রাস্তার পাশে গরু জবাই করে গোশত নিয়ে একটি গরুর মৃত বাছুর ও চামড়া ফেলে রেখে যায়। এলাকার লোকজন মঙ্গলবার ভোরে রাস্তার পাশ দিয়ে যাওয়ার পথে বিষয়টি দেখতে পান।
এদিকে, গতকাল বুধবার ভোরে আনোয়ারের বাবা আমজাদ মাস্টার বুকে ব্যাথাজনিত কারণে মারা যান। স্বজনদের দাবি, গরু চুরির শোক সইতে না পেরে তিনি মারা গেছেন।
আনোয়ার হোসেন বলেন, ‘আমি রাতেই থানায় ফোন দিয়েছিলাম। কিন্ত তারা (পুলিশ) না এসে আমাকে থানায় যেতে বলেছেন।’
ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) মো. মহব্বত খান বলেন, ‘ক্ষতিগ্রস্ত খামারিদের সঙ্গে কথা বলেছি। এ ঘটনায় সড়কে টহলের পাশাপাশি বিভিন্ন যানবাহনেও তল্লাশি জোরদার করা হচ্ছে। সংঘবদ্ধ এই চোরচক্রকে দ্রুত আইনের আওতায় আনা হবে।’