হোম > ছাপা সংস্করণ

প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী আহত

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে সাইফুদ্দিন (৩০) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত বুধবার দুপুরে উপজেলার চরহাজারী ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের কালুমেটের বাড়িতে ওই ঘটনা ঘটে।

আহত সাইফুদ্দিকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। তিনি ওই এলাকার মৃত ওবায়দুল হকের ছেলে।

এ ঘটনায় আহত ব্যবসায়ী সাইফুদ্দিন বাদী হয়ে ৮ জনকে আসামি করে থানায় মামলা দিয়েছে। পরে এলাকার হাজি মোমিন উদ্দিনের বাড়ির মৃত মোমিন উদ্দিনের ছেলে জয়নাল (৬০) ও মৃত মো. মোস্তফার ছেলে শাহাজাহান বাবুলকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বসুরহাট বাজার বাড়ি ফেরা পথে ব্যবসায়ী সাইফুদ্দিনকে মুখ চেপে ধরে জয়নাল ও বাবুলের নেতৃত্বে লোকজন এলোপাতাড়ি পেটায়। এ সময় সাইফুদ্দিনের ভাবি তাসলিমা আক্তার এগিয়ে এলে তাঁকেও মারপিট করা হয়।

এদিকে ঘটনার সময় তাসলিমার কাছ থেকে দুটি মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ নগদ টাকা ছিনিয়ে নেয়। এমনকি পুলিশকে এই ঘটনা জানালে হত্যা ও গুমের হুমকি দেয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলা করার তথ্য নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, ব্যবসায়ী সাইফুদ্দিনের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ