হোম > ছাপা সংস্করণ

শিক্ষককে অপসারণের দাবিতে মানববন্ধন

আলভী আহমেদ 

অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগে রাজনগরের প্রেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফেআরাকে বিদ্যালয় থেকে অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ওই বিদ্যালয়ের সামনে শিক্ষার্থী ও অভিভাবকেরা এ মানববন্ধন অনুষ্ঠিত করেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য তাহের মিয়ার সভাপতিত্বে ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন অভিভাবকসহ এলাকাবাসীরা।

এ সময় বক্তারা বলেন, প্রায় বিশ বছর থেকে প্রধান শিক্ষক লুৎফেআরা এই বিদ্যালয়ে আছেন। তিনি দীর্ঘদিন থেকে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করে আসছেন। এমনকি ভুয়া বিল ভাউচার তৈরি করে ম্যানেজিং কমিটির সদস্যদের হিসাব না দিয়েই অর্থ আত্মসাৎ করেন। বিভিন্ন সময় শিক্ষা অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় আবেদন করে কোনো সুরাহা পাওয়া যায়নি।

প্রেম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লুৎফেআরা বলেন, ‘এসব মিথ্যা অভিযোগ। উপজেলা শিক্ষা অফিস থেকে ইতিমধ্যে তদন্ত করা হয়েছে।’

উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সোমা ভট্টাচার্য্য বলেন, ‘এখানে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। আমরা অচিরেই ব্যবস্থা নিব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ