হোম > ছাপা সংস্করণ

রোজার কাজা আদায়ের বিধান

মুফতি মুহাম্মদ মিনহাজ উদ্দিন

প্রশ্ন: গত রমজানে আমি অসুস্থতার কারণে অনেকগুলো রোজা রাখতে পারিনি। এখন যেহেতু দিন ছোট হয়ে এসেছে, তাই আমি রোজাগুলোর কাজা আদায় করতে চাইছি। রোজার কাজা আদায়ের বিধান সম্পর্কে জানালে উপকৃত হব। 
জামিলুর রহমান, চট্টগ্রাম

উত্তর: অসুস্থতা বা অন্য কোনো শরিয়াহ অনুমোদিত কারণে রমজানের ফরজ রোজা রাখতে না পারলে তার কাজা আদায় করতে হবে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের মধ্যে যে এ মাসে থাকবে, সে যেন তাতে রোজা রাখে। আর যে ব্যক্তি অসুস্থ বা মুসাফির, সে অন্য দিনে সংখ্যা পূরণ করে নেবে, আল্লাহ তোমাদের জন্য সহজটাই চান, কঠিন করতে চান না।’ (সুরা বাকারা: ১৮৫) 

রোজার কাজা যাঁদের জন্য: কোনো সুস্থ প্রাপ্তবয়স্ক মুসলমান ইচ্ছাকৃত রমজানের রোজা না রাখলে বা অনিচ্ছায় ভেঙে ফেললে অথবা কোনো ওজরের কারণে ভেঙে ফেললে পরে ওই রোজার কাজা আদায় করতে হবে। মুসাফির ও অসুস্থ ব্যক্তি রোজা রাখতে কষ্ট হলে, একইভাবে গর্ভবতী বা দুগ্ধদানকারী নারী যদি নিজের বা সন্তানের ক্ষতির আশঙ্কা করে, তাহলে রমজানে রোজা না রেখে পরে তা কাজা করে নিতে পারবেন, এ ক্ষেত্রে কাফফারা দিতে হবে না। (তিরমিজি: ৭১৫)  

লাগাতার আদায়ের নিয়ম: রমজানের কাজা রোজার ব্যাপারে সব ইমাম একমত যে কোনো ব্যক্তি যে কয় দিনের রোজা রাখতে পারেননি, তিনি সেই কদিনের রোজা কাজা করবেন। একাধিক রোজা কাজা থাকলে তা লাগাতার আদায় করতে হবে না। ইচ্ছা করলে লাগাতার রোজা রাখা যাবে, আবার ইচ্ছা করলে বিরতি দিয়েও রাখা যাবে। সাধ্যানুযায়ী প্রতি সপ্তাহে এক দিন অথবা প্রতি মাসে এক দিন রোজা রাখতে কোনো অসুবিধা নেই। কারণ ওপরে উল্লিখিত আয়াতে কাজা পালনে লাগাতার রোজা রাখার কোনো শর্ত করা হয়নি। বরং শুধু যে কদিন রোজা ভঙ্গ করা হয়েছে, তার সমসংখ্যক দিন রোজা রাখা ফরজ করা হয়েছে।’ (আল-মাজমু: ৬ / ১৬৭; আল-মুগনি ৪ / ৪০৮) 

কাজা রোজা আদায়ের সময়: পরের রমজান মাস আসার আগেই যত দ্রুত সম্ভব রমজানের রোজার কাজা আদায় করতে হবে। কোনো কারণ ছাড়া কাজা আদায়ে দেরি করা উচিত নয়। কারও ওপর যদি রমজানের রোজা কাজা থাকে, তবে তিনি অন্যান্য নফল রোজা আদায় না করে আগে কাজা আদায় করে নেবেন। অবশ্য, নফল রোজা আদায় করলে তা শুদ্ধ হয়ে যাবে। দুই ঈদের দুই দিন এবং মানতের রোজার জন্য নির্ধারিত দিন ছাড়া বছরের যেকোনো দিন রমজানের রোজা কাজা আদায় করা যায়। (আল-ফিকহুল ইসলামি ওয়া-আদিল্লাতুহু: ৩ / ১০৭-১১৩) 

উত্তর দিয়েছেন
মুফতি মুহাম্মদ মিনহাজ উদ্দিন
গবেষণা বিভাগীয় প্রধান
মা’হাদুল ফিকরিল ইসলামি
বসুমতী, গুলশান, ঢাকা

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ