আমি সোজাসাপটাভাবে বলব, এবারের বিশ্বকাপের ফাইনালে খেলবে ব্রাজিল ও ফ্রান্স। হ্যাঁ, অনেকে বলবেন ফ্রান্সের গায়ে অভিশাপ লেপ্টে আছে। আগের বিশ্বকাপের সেরা দলটা পরের বিশ্বকাপে বাদ পড়ার যে প্রবণতা, আমার মনে হয় এবার সেটা কাজ করবে না। এখনো পর্যন্ত যতগুলো দল দেখেছি, সবগুলোর মধ্যে এ দুটো দলই এবার সেরা। বিশ্বকাপ জেতার মতো দারুণ একটা দল আছে। ফ্রান্সের দলে হয়তো চোট সমস্যা আছে। তবে তাদের বিকল্পও আছে।
অনেকের চোখে এবার শিরোপার বড় দাবিদার আর্জেন্টিনা। তাদের একটা ভালো দল আছে সেটা অস্বীকার করা যাবে না। তবে আমার কাছে মনে হয়েছে শিরোপা জেতার মতো ‘খুনে মেজাজ’ তাদের নেই। এই দলে প্রতিভা আছে ঠিকই, কিন্তু দলের মূল তারকারা বেশ বয়স্ক।
আর্জেন্টিনার অধিকাংশ ফুটবলারই বয়স্ক মনে হয়েছে আমার। তরুণ-অভিজ্ঞদের মিলে একটা দল হলে এই দলকে ফেবারিট বলা যেত।অন্য দল নিয়ে যদি বলি, স্পেন অনেক তরুণ দল। বেলজিয়াম সব সময়ই ভালো দল কিন্তু আসল জায়গাতেই আটকে যায়। জার্মানি দলটাও বেশ তরুণ।
কাতারের আবহাওয়া নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু অনেকেই জানেন না সেখানে নভেম্বর-ডিসেম্বরে সেখানে দারুণ আবহাওয়া থাকে। মাঠেও আরামদায়ক একটা পরিবেশ। আমি নিজে সেখানকার মাঠে হেঁটেছি। জায়গায় জায়গায় শীতাতপ ব্যবস্থা লাগানো। গ্যালারিতে গরম লাগতে পারে তবে মাঠ বেশ আরামদায়ক।