হোম > ছাপা সংস্করণ

লাঠি খেলা দেখতে ভিড়

নড়াইল প্রতিনিধি

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে নড়াইলে ঐতিহ্যবাহী গ্রামীণ লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লাঠি খেলা অনুষ্ঠিত হয়। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ লাঠি খেলা দল ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।

লাঠি খেলার সার্বিক সঞ্চালনা করেন অধ্যক্ষ রওশন আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কণ্ডু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মো.হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিকরা ও বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐতিহ্যবাহী এ লাঠি খেলা উপভোগ করেন।

এ লাঠি খেলায় নড়াইল, যশোর, মাগুরা, কুষ্টিয়া চারটি জেলা থেকে মোট পাঁচটি দল অংশগ্রহণ করে। লাঠিখেলা উৎসবে এসে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘লাঠিখেলা আমাদের বাঙালি কৃষ্টি সংস্কৃতির অংশ। জেলা প্রশাসন থেকে লাঠি খেলার দলগুলোর সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ