কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থী আটক হয়েছেন। বুধবার দুপুরে নগরীর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।
আটক এ কে আরাফাত (২৫) বরিশাল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের বিবিএ শেষ বর্ষের ছাত্র। বুধবার রাতে জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ৩০ হাজার টাকার বিনিময়ে প্রক্সি পরীক্ষার দেওয়ার চুক্তি করেন আরাফাত।
গতকাল বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার লিখিত পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটার (পুরুষ) পরীক্ষার্থী উজিরপুরের সাতরাল গ্রামের জীবন হালদারের ছেলে সৌরভ হালদারের পরিবর্তে প্রক্সি দিতে যান আরাফাত। তার বাড়ি ভোলা জেলার দৌলতখান উপজেলায়। আরাফাতের পরীক্ষার কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় পরীক্ষা পরিদর্শকের কাছে সন্দেহ হয়।
পরীক্ষায় অংশগ্রহণকারী ও কাগজপত্রের ব্যক্তির ছবিতে অমিল পাওয়া যায়। তখন জিজ্ঞাসাবাদে এ কে আরাফাত স্বীকার করেন ৩০ হাজার টাকায় প্রক্সি দিতে এসেছেন তিনি। তাঁকে তাৎক্ষণিক আটক করা হয়।
পরিদর্শক লোকমান হোসেন বৃহস্পতিবার জানান, আটক আরাফাত বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্র। তিনি ভোলা ছাত্রছাত্রী কল্যাণ সমিতির সভাপতি এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।