গৌরীপুর প্রতিনিধি
বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সংবাদপত্রের সাবেক এজেন্ট শেখ আব্দুর রহমানের নবম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। এ উপলক্ষে গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে যোহরের নামাজের পর মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে।
শেখ আব্দুর রহমান ১৯৭৭ সালে সংবাদপত্রের ব্যবসার পাশাপাশি সাংবাদিকতা পেশায় নিয়োজিত হন। ৮০’র দশকে গৌরীপুর উপজেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় তিনি ছিলেন পত্রিকার একমাত্র এজেন্ট। ১৯৮১ সালে গৌরীপুর প্রেসক্লাব প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন তিনি।