হোম > ছাপা সংস্করণ

৮৫ বছর আগে ফিরে গেলেন মোমেলা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

৯৬ বছর বয়সী মোমেলা খাতুন। ৮৫ বছর আগে পড়তেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়ন সোনারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পঞ্চম শ্রেণি পর্যন্ত তিনি পড়ালেখা করেছেন এখানে। গতকাল শনিবার বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিতে এসে ফিরে যান ৮৫ বছর আগে। স্মৃতি রোমন্থন করেন বিদ্যালয় জীবনের কথা।

মোমেলা খাতুন বলেন, ‘আমার চার ছেলে তিন মেয়ে তারা সবাই এই স্কুলের ছাত্র। তবে কষ্ট হচ্ছে আমার সঙ্গে যাঁরা লেখাপড়া করেছে তারা কেউ এখন আর বেঁচে নেই।’

অনুষ্ঠানে মোমেলা খাতুনকে জ্যেষ্ঠ শিক্ষার্থী হিসেবে সম্মাননা স্মারক দেওয়া হয়। এদিন বিদ্যালয়ের বেশ কয়েকজন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। মোমেলাকে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর-৪ আসনের সাংসদ সিমিন হোসেন রিমি।

মঞ্চ থেকে নেমে আসার পর স্কুলের বর্তমান পড়ুয়ারা মোমেলাকে ঘিরে ধরে। বিদ্যালয় থেকে পাস করা সবচেয়ে প্রবীণ ব্যক্তিকে কাছে উচ্ছ্বাস প্রকাশ করে তারা। উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় মোমেলা খাতুনকেও।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমানত হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, তরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়বুর রহমান সিকদার, সাবেক চেয়ারম্যান মো. খলিলুর রহমান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ