ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গত শনিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৭ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৯ ডিসেম্বর। আপিল দায়ের ১০ থেকে ১২ ডিসেম্বর, আপিল নিষ্পন্ন ১৩ থেকে ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ১৫ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর। ভোটগ্রহণ হবে ২০২২ সালের ৫ জানুয়ারি।
আরও জানা গেছে, এ উপজেলার ১৪টি ইউপির মধ্যে ভোটগ্রহণ হবে ১২ টিতে। সীমানা জটিলতার কারণে নয় নম্বর মনোহরপুর ও ১২ নম্বর নিত্যানন্দনপুর ইউপিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। এদিকে ইভিএম মেশিনে ভোটগ্রহণ হবে হাকিমপুর, ধলহরাচন্দ্র ও উমেদপুর ইউপিতে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচন উৎসবমুখর ও সুষ্ঠু হবে বলে তাঁদের আশা। ইতিমধ্যে এলাকায় নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে।