হোম > ছাপা সংস্করণ

শিরোনামহীনের গানে গ্রিক পুরাণ

ব্যান্ড শিরোনামহীন তাদের সিলভার জুবিলিতে প্রকাশ করতে যাচ্ছে ষষ্ঠ অ্যালবাম ‘পারফিউম’, যার শেষ গান এবং টাইটেল ট্র্যাক ‘পারফিউম’-এর মিউজিক ভিডিও প্রকাশ পাচ্ছে ১৯ মে। ৮টি গান নিয়ে তৈরি অ্যালবামটির ৭টি গান এরই মধ্যে প্রকাশ পেয়েছে।

গ্রিক পুরাণের মেডুসার ঘটনার আদলে সাজানো হয়েছে মিউজিক ভিডিও। ব্যান্ডের সদস্যদেরও পাওয়া গেছে গ্রিক ঢংয়ে। ভিডিওটি পরিচালনা করেছেন শিরোনামহীনের দলনেতা, গীতিকার, সুরকার, বেজিস্ট জিয়াউর রহমান। গানের কথায়ও আছে গ্রিক পুরাণের ছায়া। ব্যান্ডলিডার জিয়া জানান, এটি তাঁর লেখা একটি কবিতা। ২০১৮ সালে প্রকাশ পাওয়া তাঁর কবিতার বইয়ে ছিল এটি। সেই কবিতা থেকেই তৈরি করা হয়েছে গান।

শিরোনামহীন জানায়, ব্যয়বহুল এই মিউজিক ভিডিওর পেছনে তারা গত আড়াই বছর পরিশ্রম করেছে এবং এটি সম্ভবত বাংলাদেশের ব্যান্ড মিউজিক ইতিহাসে সর্বোচ্চ বাজেটের মিউজিক ভিডিও। গ্রিক মিথোলজি নিয়ে নির্মিত গানে শিরোনামহীন সদস্যদের সম্পূর্ণ ভিন্ন আউটলুকে উপস্থাপন করা হয়েছে। গল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্যই এ রকম স্ক্রিনপ্লে করা হয়েছে।

গানটির শুটিং হয়েছে হেমায়েতপুরে গোলাম মোস্তফা সবুজের বাসভবন ‘সবুজপাতা’য়। এ বাড়িটির স্থাপত্যশৈলী এ বছর আর্কেশিয়া অ্যাওয়ার্ড জিতেছে।
শিরোনামহীনের ব্যান্ডের দলপ্রধান ও ভিডিওটির পরিচালক জিয়াউর রহমান জানান, ‘আমরা এই গানে পাশ্চাত্যে উদ্ভূত মি টু মুভমেন্টের একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। ভিকটিম ব্লেমিং একটি সমসাময়িক সমস্যা এবং আমাদের দেশে ভিকটিম ব্লেমিং বিশ্বের তালিকায় বেশ ওপরে। ভিকটিম ব্লেমিংয়ের জন্মই ছিল গ্রিক মিথোলজির মেডুসাকে সুবিচার না দিয়ে অভিশপ্ত ঘোষণার মাধ্যমে। আমরা ইতিহাসে মেডুসাকে ভিলেন হিসেবেই জেনে এসেছি যদিও তিনিই ভিকটিম ছিলেন। ম্যানহাটন শহরে ইতিমধ্যেই পার্সিউসের হাতে মেডুসার মাথা ভাস্কর্যটি মেডুসাকে বিজয়ী দেখিয়ে প্রতিস্থাপিত করা হয়েছে। আশা করছি, বাংলাদেশেও ভিকটিম ব্লেমিংয়ের অত্যাচার বন্ধ হবে অচিরেই।

গ্রিক পুরাণের মেডুসার ঘটনার আদলে সাজানো হয়েছে মিউজিক ভিডিও। মেডুসা এক নারী চরিত্র, যার মাথায় চুলের বদলে ছিল জীবন্ত সাপ। কেউ তার চোখে সরাসরি তাকালে পাথর হয়ে যেত।  মিউজিক ভিডিওতে মেডুসা চরিত্রে অভিনয় করেছেন সারিকা রেশ রহমান, পসেডন চরিত্রে অরণ্য রানা, ওরাকল চরিত্রে কনক আদিত্য।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ