মানিকগঞ্জের সিঙ্গাইরে ১ হাজার ১০০টি ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে পৃথক দুই অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্য চারিগ্রাম এলাকার পাখিল উদ্দিনের ছেলে জালাল উদ্দিন (২১) ও জামশা ইউনিয়নের বাস্তা গ্রামের বিন্দু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৭)।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা বলেন, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় উপজেলার চারিগ্রাম থেকে জালাল উদ্দীনকে ৮০০টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়া জামশা ইউনিয়নের বাস্তা এলাকা থেকে সাদ্দাম হোসেনকে ৩০০টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
ওসি বলেন, জালাল ও সাদ্দামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা হয়েছে। জনস্বার্থে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।