হোম > ছাপা সংস্করণ

কালীগঞ্জে বড়দিনের প্রস্তুতি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

আজ খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। বেথলেহেমে আজকের এই দিনে খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট জন্মগ্রহণ করেছিলেন। বড়দিন উপলক্ষে সেজেছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার খ্রিষ্টান-অধ্যুষিত তুমলিয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকা।

জানা গেছে, কালীগঞ্জে মোট ৪৫ হাজার খ্রিষ্টধর্মাবলম্বী বাস করেন। উপজেলার রাঙ্গামাটিয়া, তুমলিয়া, নাগরী, দড়িপাড়া ও মঠবাড়িতে তাঁদের বেশি বসবাস। এর মধ্যে শুধু তুমলিয়াতে বাস করেন ১৫ হাজার খ্রিষ্টধর্মাবলম্বী।

তুমলিয়া ধর্মপল্লিতে গতকাল শুক্রবার রাত ৮টায় মিশার (খ্রিষ্ট যাগ) মাধ্যমে বড়দিনের মূল অনুষ্ঠান শুরু হবে। মিশাটি পরিচালনা করবেন বিশপ থিওটোনিয়াস গমেজ। আজ শনিবার সকাল ৯টা এবং ১০টায় বড়দিনের মূল মিশা এবং প্রার্থনা পরিচালনা করবেন তুমলিয়া ধর্মপল্লির পাল-পুরোহিত ফাদার আলবিন গমেজ। এরপর যিশুর কীর্তন প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

গতকাল সন্ধ্যায় তুমলিয়া গির্জায় গিয়ে দেখা যায়, বড়দিনের বিশেষ প্রার্থনার আয়োজন চলছে। গির্জা ও এর আশপাশে রঙিন বাতি জ্বালানোর প্রস্তুতি সবে শেষ হয়েছে। প্রচুর জরি, বেলুন আর অস্থায়ী তাঁবু টানিয়ে গির্জার ভেতর রঙিন করা হয়েছে। ভেতরে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি।

তুমলিয়া গির্জার পাল-পুরোহিত ফাদার আলবিন রোজারিও বলেন, ‘খ্রিষ্টান ধর্মাবলম্বীদের কাছে আজকের এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রতিটি ঘরে আজকের এই দিনে খুশির বন্যা বয়ে যায়। ধনী, গরিব, বড় ছোট সকল ভেদাভেদ ভুলে আনন্দে আতিসাহ্যে যিশুর গুণকীর্তন গাই। সারা পৃথিবীর মানুষের কল্যাণ কামনায় করা হয় বিশেষ প্রার্থনা।’

বিশপ থিওটোনিয়াস গমেজ বলেন, ‘সারা পৃথিবী করোনা মহামারিসহ যুদ্ধ বিগ্রহে বিপর্যস্ত। সমগ্র পৃথিবীতে শান্তি বিনির্মাণে প্রভু যিশুর দেখানো পথ অনুসরণ এবং মানব কল্যাণের জন্য বিশেষ প্রার্থনা করা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ