দুই দশক আগে ম্যানেজার রঞ্জিত সিং হত্যা মামলায় দেরা সাচা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিংসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সিবিআইয়ের বিশেষ আদালত এ রায় দেন। বাকি চারজন হলেন কৃষাণ লাল, জাসবির সিং, অবতার সিং এবং সাবদিল।
এ ছাড়াও রাম রহিমকে ৩১ লাখ রুপি অর্থদণ্ড দেওয়া হয়। বাকিদেরও অর্থদণ্ড দেওয়া হয়। মোট অর্থের অর্ধেক পাবে রঞ্জিতের পরিবার। আরেক অভিযুক্ত এক বছর আগেই মারা যান। চলতি মাসেই তাঁরা দোষী সাব্যস্ত হন।