হোম > ছাপা সংস্করণ

মশা দেখে কর্তৃপক্ষকে দুষলেন মেয়র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৃহস্পতিবার সকাল আটটা। ঘন কুয়াশার চাদরে তখনো চারদিক ঢাকা। এমন ভোরে ঝটিকা সফরে মিরপুর বোটানিক্যাল গার্ডেনে হাজির হন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। সেখানে গিয়ে দেখেন, গার্ডেনের পুকুরটি কচুরিপানায় ভরা। এ যেন মশার অভয়ারণ্য। এরপর কর্তৃপক্ষকে আগামী সাত দিনের মধ্যে পুকুরের কচুরিপানা পরিষ্কারের নির্দেশ দিয়েছেন তিনি।

নানা অনিয়মের কারণে গার্ডেন কর্তৃপক্ষের ওপর ক্ষোভ প্রকাশ করেন ডিএনসিসির মেয়র। ঘটনাস্থল থেকেই বিশেষ নির্দেশনার কথা ফোন করে জানিয়ে দেন গার্ডেনের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে। পুকুর পরিষ্কার করা না হলে জরিমানার হুঁশিয়ারিও দেন মেয়র আতিক। তিনি বলেন, ‘আমি কোনো এলাকায় কাউকে জানিয়ে যাব না। এভাবে ঝটিকা সফর করব। জানিয়ে গেলে সবাই সতর্ক হয়ে যায়। আমি সাত দিন পরে আবারও এই এলাকায় আসব। তখনো যদি এখানে কচুরিপানা দেখতে পাই, তবে ব্যবস্থা নেওয়া হবে।’

পরে ঝটিকা অভিযানে মেয়র মিরপুরের হেমায়েত উদ্দীন বীর বিক্রম রোডে বিভিন্ন অবৈধ স্থাপনা সরিয়ে ফেলেন। দখলমুক্ত করেন ফুটপাত। অবৈধভাবে গড়ে ওঠা রাইনখোলা বাজারটিও গুঁড়িয়ে দেওয়া হয় মেয়রের নির্দেশে।

ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান চলবে জানিয়ে মেয়র আতিক বলেন, ‘আমি বিভিন্ন এলাকায় পরিদর্শনে যাব। যেখানে অনিয়ম দেখব, তাৎক্ষণিক ব্যবস্থা নেব। আমরা সবাই মিলে সুন্দর শহর গড়তে চাই।’

ডিএনসিসির মেয়র আরও বলেন, ‘কেউ কেউ জানিয়েছে, ফুটপাত দখলের সঙ্গে কাউন্সিলর, স্থানীয় রাজনৈতিক নেতা ও পুলিশ জড়িত। কিন্তু আমাদের উচ্ছেদ অভিযানে সবাই সহযোগিতা করেছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. তফাজ্জল হোসেন টেনু, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবুল কাসেম মোল্লা আকাশ প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ