হোম > ছাপা সংস্করণ

দুর্বৃত্তের কুড়ালের কোপে ব্যবসায়ী নিহত

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় সাব্বির আহমেদ মোর্তজা (৫৩) নামের এক ক্যাবল সংযোগ (ডিশ) ব্যবসায়ী দুর্বৃত্তদের কুড়ালের আঘাতে খুন হয়েছেন। গত শুক্রবার রাতে উপজেলার মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির আহমেদ মোর্তজা ওই গ্রামের বাসিন্দা। নিহতের পরিবারের দাবি পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, সাব্বির আহমেদ মোর্তজা দীর্ঘদিন ধরে ডিশ ব্যবসা করেন। গত শুক্রবার রাত ১২টার দিকে বাড়ির কিছুটা দূর থেকে মোর্তজার চিৎকার শুনে তাঁর ছেলে ঘর থেকে বের হয়ে ঘটনাস্থলে যান। এ সময় তিনি মোর্তজাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

নিহত ব্যক্তি ছেলে রাতুল বলেন, ‘শুক্রবার রাতে কাজ থেকে ফেরার পথে কয়েকজন বাবার ওপর হামলা চালায়। এ সময় তাঁর মাথায় চায়নিজ কুড়াল দিয়ে আঘাত করা হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর বাবার চিৎকারের শব্দ শুনে সেখানে পৌঁছালে হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে ঢাকার ইউএস-বাংলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।’

জানতে চাইলে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে ওই রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গতকাল শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করি। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার বেলা ৪টা পর্যন্ত কোনো মামলা করা হয়নি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ