বোন অভিনেত্রী তনুশ্রী দত্ত। তাঁর উৎসাহেই অভিনয়ের পথে পা বাড়িয়েছিলেন বাঙালি মেয়ে ঈশিতা দত্ত। ২০১২ সালে প্রথম অভিনয় করেন ‘চানকয়ুদু’ নামের একটি তেলুগু সিনেমায়। একই বছর কন্নড় সিনেমা ‘ইয়েনিদু মানাসালি’তে কাজ করেন দিদি তনুশ্রীর সঙ্গে। তবে ঈশিতা ব্যাপক পরিচিতি পান অজয় দেবগনের সঙ্গে ‘দৃশ্যম’-এর হিন্দি রিমেকে অভিনয় করে। ‘দৃশ্যম’-এর হাত ধরে প্রথম বক্সঅফিস বাজিমাত করা সিনেমার অংশ হন ঈশিতা। তাঁর স্বতঃস্ফূর্ত অভিনয় এনে দেয় দর্শক-সমালোচকদের প্রশংসা।
তবুও বলিউডে তেমন শক্তিশালী অবস্থান তৈরি হয়নি ঈশিতার। দৃশ্যমের পর বড় কোনো কাজও পাননি। ঈশিতা যখন ধীরে ধীরে নিজের ক্যারিয়ার তৈরির দিকে মন দিচ্ছেন, সেই সময় দিদি তনুশ্রী ছিলেন জনপ্রিয়তার শিখরে। কিন্তু কয়েক বছর পর ঘুরে যায় পরিস্থিতি। একদিকে বলিউডে যখন ঈশিতার পরিচিতি বেড়ে উঠছিল, তখন ‘মিটু’ আন্দোলনের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন তনুশ্রী। নানা পাটেকর ও আলোক নাথের মতো অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন তিনি। এ ঘটনার রেশ এসে পড়ে ঈশিতার ক্যারিয়ারে। অনেক কাজ হারাতে হয় তাঁকে।
তাতে অবশ্য আফসোস নেই অভিনেত্রীর। দৃশ্যমের তুমুল সাফল্যের পরও বলিউডের মোহ থেকে নিজেকে সরিয়ে নিতে পেরেছিলেন। কাজ শুরু করেন টিভি সিরিয়ালে।
দৃশ্যম-এ তিনি ছিলেন অজয়ের পালিত মেয়ের চরিত্রে। শুধু পর্দার মেয়ে নয়, বাস্তব জীবনেও ঈশিতাকে সব সময় অভিভাবকের দৃষ্টিতে দেখেছেন অজয়। অভিনেতা বৎসল শেঠের সঙ্গে প্রেম নিয়ে যখন পারিবারিক জটিলতা চলছিল ঈশিতার, তখন অজয়ই দায়িত্ব নিয়ে তাঁদের বিয়ে দেন। দৃশ্যম মুক্তির বছর সাতেক পরে ‘দৃশ্যম ২’-এর হিন্দি রিমেকের সময় ঈশিতাকে ভোলেননি অজয়।
গত মাসেই মুক্তি পেয়েছে ‘দৃশ্যম ২’-এর হিন্দি রিমেক। বলিউডের এই মন্দার সময়েও সিনেমাটি এরই মধ্যে আয় করেছে প্রায় ২০০ কোটি রুপি। দৃশ্যম ২-এর হাত ধরে আবারও আলোচনায় উঠে এসেছেন ঈশিতা দত্ত। প্রস্তাব পাচ্ছেন আরও অনেক কাজের। এবার হয়তো বলিউডে আরও শক্ত হবে ঈশিতার অবস্থান।