হোম > ছাপা সংস্করণ

তেঁতুলিয়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে গতকাল বুধবার সারা দিন সূর্যের আলো দেখা যায়নি। এতে শীত ও বৃষ্টিতে ভোগান্তি পড়েছেন খেটে খাওয়া মানুষ।

গতকাল সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা আরও হ্রাস পাবে বলে জানায় আবহাওয়া কার্যালয়।

সরেজমিনে দেখা যায়, হালকা শীতল বাতাস ও থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় মানুষ ঘরের বাইরে তেমন বের হচ্ছেন না। যাঁরা কাজের সন্ধানে বের হন তাঁদের অনেকেই কাজ না পেয়ে ফিরে গেছেন।

এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি এলাকার দিনমজুর জাহিদুল ইসলাম বলেন, ‘কয়েক দিন ধরে আমাদের এলাকায় শীতের প্রকোপ বেড়ে গেছে। তবে আজ (বুধবার) সকাল থেকে থেমে থেমে গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ফলে কনকনে শীত অনুভূত হচ্ছে। আমরা সময়মতো কাজে যেতে না পেরে বেকার সময় পার করছি।’

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, ‘বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা দিন দিন হ্রাস পাবে। সামনের মাসে তাপমাত্রা এক অঙ্কের ঘরে নেমে আসার আশঙ্কা করা হচ্ছে।’

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা বলেন, ‘শীত মৌসুমে পঞ্চগড়ে শীত বেশি অনুভূত হয়। ফলে আমরা জেলা প্রশাসনের উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। আমরা আশাবাদী, এবারও আমরা শীত মোকাবিলা করতে পারব, তাই সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি আমরা।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ