মির্জাপুরে ১৬০ জন কৃষককে মাষকলাই বীজ ও সার দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান সভাপতিত্ব করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।
২০২১-২২ অর্থবছরের খরিপ-২ মৌসুমে মাষকলাইয়ের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এ সহায়তা দেওয়া হয়।
প্রতিজন কৃষককে বারি মাষকলাই-৩ এর পাঁচ কেজি বীজ এবং ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, আবাদি এলাকা ও আবাদের সম্ভাব্যতার ওপর ভিত্তি করে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৬০ জন কৃষককে এ প্রণোদনা দেওয়া হয়।