কক্সবাজারের কুতুবদিয়ায় শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম। চড়া দামে বিক্রি হচ্ছে বেশির ভাগ সবজি। খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বিক্রেতাদের থেকে বেশি দামে কিনতে হচ্ছে তাদের। তাই চড়া দামে বিক্রি করতে হচ্ছে সবজি।
সরেজমিন উপজেলার বড়ঘোপ বাজারে গিয়ে দেখা গেছে, কুতুবদিয়ায় উৎপাদিত সবজির পাশাপাশি বাইরের সব শীতকালীন সবজি চলে এসেছে। সরবরাহ ঠিক থাকলেও কমেনি দাম। ক্রেতাদের অভিযোগ সব সবজির দাম বাড়তি রাখা হচ্ছে।
বাজার ঘুরে দেখা গেছে, টমেটো প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকা; যা আগে ছিল ৩০ টাকা। মুলা কেজি ৩০; আগে ছিল ২০ টাকা। বেগুন ৪০-৪৫; আগে ছিল ৩০ টাকা। শিম ৫০ টাকা; আগে ছিল ৪০ টাকা। ৩৫ টাকার মরিচ ২৫ টাকা। মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪৫ টাকা; আগে ছিল ৩৫ টাকা।
তবে কিছু সবজির দাম কমেছে। বাঁধাকপি বিক্রি হচ্ছে ২০ টাকা; আগে ছিল ৩০ টাকা। ৫৫ টাকার বরবটি ৬০ টাকা। আলু ১৮ টাকা; আগে ছিল ২৫ টাকা। ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ টাকা; আগে ছিল ৪৫ টাকা।
ইফতেখার শাহাজীদ নামের এক ক্রেতা বলেন, কয়েক দিনের ব্যবধানে বেশির ভাগ সবজির দাম প্রতি কেজি ১০-১৫ টাকা বাড়তি দিয়ে কিনতে হচ্ছে। হোটেল ব্যবসায়ী জয়নাল আবেদীন বলেন, দিন দিন সবজির দাম বাড়ছে। আলুর দাম একটু কম। বাকি সব শীতকালীন সবজির দাম বাড়তি।
খুচরা ব্যবসায়ী হেফাজ উদ্দিন বলেন, ‘আমরা সবজি উৎপাদন করি না। বেশি দামে ক্রয় করে আবার বিক্রিও বেশি দামে করতে হয়। দাম কমে গেলে বিক্রি করি কম দামে।’