তেরখাদা উপজেলা সদরের ডাকবাংলোর পাশে চিত্রা নদী থেকে মো. সোহরাব হোসেন মোল্লা (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিসের সদস্যরা লাশটি উদ্ধার করেন। সোহরাব হোসেন মোল্লা উপজেলা সদরের দক্ষিণপাড়া এলাকার মো. ওমর আলী মোল্লার পুত্র।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সোহরাব হোসেন মোল্লা সদরের ব্যবসায়ী সোহরাব শেখের ইট-বালির দোকানে রিং স্ল্যাবের কাজ করতেন। গত বুধবার দোকানে দুপুর পর্যন্ত কাজ করেন তিনি। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। স্যান্ডেল নদীর ঘাটে পড়ে থাকতে দেখে তার পরিবারের লোকজন নদীতে তল্লাশ সহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল আলম বলেন, ফায়ার সার্ভিসের টিম গতকাল দুপুরে নদী থেকে মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।