‘বাংলাদেশি যুবকেরা খেলার মাঠে পাকিস্তানি পতাকা উড়িয়ে ও পাকিস্তান জিন্দাবাদ বলে মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদ ও সম্ভ্রম হারানো দুই লাখ মা-বোনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এরা মুক্তিযোদ্ধাদের অপমান করেছে। সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, ভবিষ্যতে যাতে কেউ এমন ঘটনা ঘটাতে না পারেন। এসব কথা বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান।
গত বৃহস্পতিবারে মাদারীপুর সার্কিট হাউসে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মাদারীপুর মুক্ত দিবস উদ্যাপন এবং পলাশী থেকে ধানমন্ডি মনুমেন্ট নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
শাজাহান খান বলেন, ‘আমাদের নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ডসহ শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডকে ছড়িয়ে দিতে নির্মাণ করা হচ্ছে পলাশী থেকে ধানমন্ডি মনুমেন্ট। যা ১০ ডিসেম্বর মাদারীপুর মুক্ত দিবস অনুষ্ঠানে মনুমেন্টের উদ্বোধন করা হবে।’
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম, কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার।