সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সদরপুরে ডলী আক্তার (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আক্তার হোসেনের স্ত্রী। তাঁর এক বছরের একটি সন্তান রয়েছে।
সদরপুর থানা-পুলিশ ডলী আক্তারের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নিহতের স্বজনদের দাবি, ডলী আক্তার পারিবারিক কলহের জেরে মঙ্গলবার সকাল ৮টায় ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।