দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দশমিনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বিজয়ী সদস্য রিপন কুমার কর্মকারকে টাকার মালা পরিয়ে দিলেন স্থানীয় এক ভোটার।
বিজয়ের পর গত মঙ্গলবার রাতে নির্বাচিত এলাকার বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে গেলে ওই ওয়ার্ডের বাসিন্দারা রিপন কর্মকারকে এই টাকার মালা পরিয়ে দেন। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নেতা-কর্মী ছিলেন।
এ সময় রিপন কর্মকার বলেন, ‘দ্বিতীয়বারের প্রচেষ্টায় এ বছর ইউপি নির্বাচনে সাধারণ সদস্য পদে বিজয়ী হয়েছি। দিনে দিনে এলাকাবাসীর ভালোবাসায় আমি ঋণী হয়ে যাচ্ছি। আমি চেষ্টা করব, এলাকাবাসীর সুখে-দুঃখে প্রতিটি মুহূর্তে পাশে থাকার।’ তিনি আরও বলেন, ‘এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাওয়ার চেষ্টা করব।’