হোম > ছাপা সংস্করণ

২৩ ইউপিতে আ.লীগের প্রার্থীর নাম ঘোষণা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের তিন উপজেলার ২৩ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। গত মঙ্গলবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড থেকে এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়। আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে উপজেলার ২৩ ইউপিতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

উপজেলাগুলো হলো হাইমচর, হাজীগঞ্জ ও শাহরাস্তি। এর মধ্যে হাইমচরের ২টি ইউপি, হাজীগঞ্জের ১১টি ও শাহরাস্তির ১০টি ইউপিতে চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

এর মধ্যে হাইমচর উপজেলার ৫ নম্বর হাইমচর ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী (জুলহাস) সরকার ও ৩ নম্বর আলগী দক্ষিণ ইউপিতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহাউদ্দিন টিটু হাওলাদার চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

এ দিকে হাজীগঞ্জ উপজেলার ১১ ইউপির মধ্যে নতুন ৬ প্রার্থী মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে ১ নম্বর রাজারগাঁও ইউপিতে আলহাজ্ব মো. আবদুল হাদী, ২ নম্বর বাকিলায় মো. হাবিবুর রহমান লিটন, ৩ নম্বর কালচোঁ উত্তরে মো. মানিক হোসেন প্রধানীয়া, ৪ নম্বর কালচোঁ দক্ষিণে আলহাজ্ব মো. আকতার হোসেন মিকন, ৫ নম্বর সদরে আলহাজ্ব মো. সফিকুল ইসলাম মীর, ৬ নম্বর বড়কুল পূর্বে আলহাজ্ব মো. আহসান হাবিব, ৭ নম্বর বড়কুল পশ্চিমে বীর মুক্তিযোদ্ধা মো. মনির হোসেন গাজী, ৮ নম্বর হাটিলা পূর্বে মো. মোস্তফা কামাল মজুমদার, ৯ নম্বর গন্ধর্ব্যপুর উত্তরে আলহাজ্ব মো. নুরুর রহমান বেলাল কাজী, ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণে মো. গিয়াস উদ্দিন বাচ্চু ও ১১ নম্বর হাটিলা পশ্চিম ইউনিয়ন পরিষদে মো. একেএম মজিবুর রহমান আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

আবার শাহরাস্তি উপজেলার ১০ ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন সূচিপাড়া উত্তর ইউপিতে মোস্তফা কামাল মজুমদার, সূচিপাড়া দক্ষিণে মাহতাব উদ্দিন আহমেদ, চিতোষী পূর্বে আবু ইউসুফ পাটওয়ারী, চিতোষী পশ্চিমে জাহাঙ্গীর মো. আদেল, রায়শ্রী উত্তরে মো. মোশারফ হোসেন, রায়শ্রী দক্ষিণে আবদুর রাজ্জাক, মেহের উত্তরে মো. মনির হোসেন, মেহের দক্ষিণে মো. রুহুল আমিন, টামটা উত্তরে মো. আলমগীর কবির মজুমদার ও টামটা দক্ষিণ ইউপিতে মো. শফিকুর রহমান মজুমদার।

উল্লেখ্য, আগামী ২৩ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা থাকায় ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ভোট গ্রহণের তারিখ নির্ধারিত করেছে নির্বাচন কমিশন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ