ব্রাহ্মণপাড়ায় আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচার করায় তিন চেয়ারম্যান ও এক সাধারণ সদস্য পদপ্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাহেবাবাদ ও মালাপাড়া ইউপিতে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা।
অভিযানে সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে একাধিক মাইক ব্যবহার করায় অটোরিকশা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ইয়ার খান ভূঁইয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই অপরাধে এই ইউপির চশমা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মিজানুর রহমান খানকে পাঁচ হাজার টাকা এবং ঘোড়া প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে উপজেলার মালাপাড়া ইউপির ২ নম্বর ওয়ার্ডে মোরগ প্রতীকের সাধারণ সদস্য পদপ্রার্থী মো. শাহ আলমের পক্ষে তাঁর সমর্থকেরা মিছিল করায় মো. শাহ আলমকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, নির্বাচনী প্রচারে আচরণবিধি লঙ্ঘন করে একাধিক মাইক ব্যবহার এবং মিছিল করার অপরাধে তিন চেয়ারম্যান ও এক সাধারণ সদস্য পদপ্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলবে।