নির্বাচন কমিশন গঠনের জন্য সংলাপের নামে নতুন নাটক শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এ সরকারের অধীনে কোনো নির্বাচন কমিশন কাজ করতে পারে না। তাই সংলাপের নাটক নয়, সংলাপের আগে পদত্যাগ করুন।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে গতকাল শুক্রবার গাজীপুরে এক সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। শহীদ বরকত স্টেডিয়ামে যৌথভাবে ওই সমাবেশের আয়োজন করে গাজীপুর মহানগর ও জেলা বিএনপি। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম মো. ফজলুল হক মিলন।
মির্জা ফখরুল বলেন, এ সরকারের সময় শেষ হয়ে গেছে। তাদের বিদায়ঘণ্টা বেজে গেছে। আমেরিকা র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। কয়েক দিন আগে আমেরিকায় গণতন্ত্র সম্মেলন হয়ে গেল। সেখানে ভারত, মালদ্বীপ, পাকিস্তানসহ শতাধিক রাষ্ট্রকে ডেকেছিল। কিন্তু বাংলাদেশকে ডাকেনি। কেন? কারণ বাংলাদেশ এখন গণতান্ত্রিক রাষ্ট্র নয়, এটি এখন একনায়কতন্ত্র।
বিএনপির মহাসচিবের দাবি, ‘দেশে এখন একনায়ক ছাড়া আর কেউ নাই, এক নেতা এক দেশ। আওয়ামী লীগের অবস্থা এমনই হয়েছে যে সেখানে শেখ হাসিনা ছাড়া আর কিছুই নাই।’
নির্বাচন কমিশন গঠন নিয়ে চলমান সংলাপের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘এখন চলছে সংলাপ। রাষ্ট্রপতি সাহেব বিভিন্ন দলের নেতাদের দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দিয়ে বঙ্গভবনে খাওয়া-দাওয়া করাচ্ছেন। তারা নির্বাচন কমিশন গঠন করে। কিন্তু সে নির্বাচন কমিশন কাজ করতে পারে না। তাই নির্বাচন কমিশন গঠনের আগে সরকারকে পদত্যাগ করতে হবে।’