হোম > ছাপা সংস্করণ

মা ও ছেলে ইউপি সদস্য

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মা ও ছেলে সদস্য নির্বাচিত হয়েছেন। গত ৫ জানুয়ারি নির্বাচনে উপজেলার কাঁঠালবাড়ী ইউপির সংরক্ষিত সদস্য পদে মা মোসা. লুৎফুন্নেছা ও ছেলে মো. চুন্নু মিয়া সদস্য নির্বাচিত হয়েছেন।

মোসা লুৎফুন্নেসা প্রথম নির্বাচনে পরাজিত হলেও এবার জনগণ ভোট দিয়ে বিজয়ী করেছেন। আর ছেলে প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে জয় পেয়েছেন।

জানা গেছে, গত ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে নির্বাচন করেন মোসা. লুৎফুন্নেছা বেগমসহ ৩ জন। তিনি মাইক প্রতীক নিয়ে নির্বাচন করেন। এখানে মোট ৪ হাজার ৩৪৪ ভোট কাস্ট হয়। এর মধ্যে ৪৪৪টি ভোট বাতিল হয়। এই আসনে ২ হাজার ২৪৭ ভোট পেয়ে মোসা. লুৎফুন্নেছা বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোসা. তাছলিমা আক্তার পান ১ হাজার ৬৫৩ ভোট।

এ দিকে ২ নম্বর ওয়ার্ড সাধারণ সদস্য পদে অংশ নেন ছেলে মো. চুন্নু মিয়া। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন ৩ জন। মো. চুন্নু মিয়ার প্রতীক ছিলে মোরগ। এই ওয়ার্ডে মোট ভোট কাস্ট হয় ৬৫৩ টি। এর মধ্যে ৪৪টি ভোট বাতিল হয়। মো. চুন্নু মিয়া ৩৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জিয়াউর পান ৬৭ ভোট।

এলাকার মানুষ তাঁদের ডাকেন ‘চরের সাথি’ হিসেবে। বিপদে-আপদে এলাকাবাসীর পাশে থাকেন তাঁরা। মা ও ছেলের বিজয়ে তাই খুশি পদ্মাচরের বাসিন্দারা। যোগ্য ব্যক্তি নির্বাচিত হয়েছেন বলে দাবি ভোটারদের। তারপাশা এলাকার বাহাদুর হোসেন বলেন, ‘চরের মানুষ যাকে সুখে-দুঃখে পাই, তাদের ভোটে বিজয়ী করেছি। ভবিষ্যতেও তাঁদের সমর্থন দেব।’

মো. চুন্নু মিয়া বলেন, ‘জনগণের ভালোবাসায় আমার জয়লাভ করেছি। চরের মানুষই আমাদের বিজয়ের শক্তি। তাঁদের জন্যে জীবন দিতেও রাজি।’

মোসা. লুৎফুন্নেছা বলেন, ‘গতবার হেরেছিলাম। এবার জয়লাভ করেছি। বয়স অনেক হয়েছে তাই, এটাই ছিল আমার শেষ নির্বাচন। ভোটারদের এটা বোঝাতে পেরেছি। সবাই আমাকে ভোট দিয়েছেন। যত দিন বাঁচব তত দিন সুখে দুঃখে জনগণের পাশে থাকব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ