চিত্রনায়ক রুবেলের বয়স ৬০ পেরিয়েছে। ছোটবেলা থেকে একটি বিষয় মেনে চলছেন তিনি। এত বছরেও তার ব্যতিক্রম ঘটেনি। তা হলো, বড় ভাই চিত্রনায়ক সোহেল রানার পাশে কখনোই বসেন না রুবেল; বরং সব সময় ভাইয়ের পায়ের কাছে বসতে দেখা যায় তাঁকে। ২১ ফেব্রুয়ারি ছিল সোহেল রানার জন্মদিন। চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকেই সেদিন তাঁর বাসায় গিয়েছিলেন জন্মদিনের শুভেচ্ছা জানাতে। সেখানেও দেখা যায়, সোহেল রানার পায়ের কাছে মেঝেতে বসে আছেন রুবেল।
বিষয়টি সোহেল রানাকেও অবাক করে। তিনি জানান, শত অনুরোধ করেও ছোট ভাইকে কখনো নিজের পাশে বসাতে পারেননি। এত দিন পরে এসে নিজের এই অভ্যাসের কারণ জানিয়েছেন চিত্রনায়ক রুবেল। তিনি বলেন, ‘বড় ভাইয়ের পায়ের কাছে বসতেই আমার ভালো লাগে। আমার কাছে সুইটেবল হচ্ছে তাঁর পায়ের কাছটা। সারা জীবন এভাবেই চলে আসছে।’ একটি ঘটনাও শেয়ার করেন রুবেল, ‘পরিচালক শহীদুল ইসলাম খোকনের বিয়ে ছিল সেনাকুঞ্জে। শত শত লোক তো সেখানে। সেখানেও কিন্তু আমি ভাইয়ের পায়ের কাছে বসেছিলাম। কয়েকজন এসে অবাক হয়ে বলল, রুবেল ভাই, আপনি মেঝেতে বসেছেন! আমি বললাম, আপনারা জানেন, কার পায়ের কাছে বসেছি? আমার স্থান হচ্ছে ভাইয়ের পায়ের নিচে। এটা আমার ভালো লাগে। আমি বিশ্বাস করি, এটা আমার জন্য এমন একটা স্থান, যেখানে অন্য কারও স্থান নেই।’