হোম > ছাপা সংস্করণ

গণতন্ত্রে ত্রুটি থাকবেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বলেছেন, গণতন্ত্র শতভাগ ত্রুটিহীন শাসনব্যবস্থা নয়। গণতন্ত্রে কিছু ত্রুটি থাকবেই।

গতকাল রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে কার্যকর ‘স্থানীয় সরকার জাতীয় কনভেনশনে’ সাম্প্রতিক স্থানীয় সরকার নির্বাচনে অনিয়ম প্রসঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী এমন মন্তব্য করেন।

সম্প্রতি মন্ত্রীর নিজ উপজেলা কুমিল্লার লাকসামের পাঁচটি ইউনিয়ন পরিষদের সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। এর আগে লাকসাম পৌরসভা নির্বাচনেও সব প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হন। বাংলাদেশে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত গতকালের কনভেনশনে এ নিয়েও কথা বলেন মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, ‘আমি চেয়েছিলাম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হোক। কিন্তু বিএনপি নির্বাচনে না আসায় সেটা হয়নি। সেখানের লোকজন আমাকে খুব পছন্দ করে, তাদেরও আমি পছন্দ করি। এ কারণে আমার দেওয়া প্রার্থীর বিরুদ্ধে কেউ প্রতিদ্বন্দ্বিতা করেনি।’

গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ড. খলীকুজ্জমানের সভাপতিত্বে গতকালের অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোবাশ্বের মোমেন। বক্তব্য দেন সাংসদ আরমা দত্ত, উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশীদ হাওলাদার, মানুষের জন্য ফাউন্ডেশনের সিনিয়র কো-অর্ডিনেটর জিয়াউল করিম, ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী প্রমুখ।

সভাপতির বক্তব্যে ড. খলীকুজ্জমান বলেন, ‘কার্যকর স্থানীয় সরকার নিশ্চিত করতে হলে জবাবদিহির বিকল্প নেই।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ