চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী মো. পিয়ার জাহানকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ভোলাহাট উপজেলা শাখা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভোলাহাট ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করায় দলের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র অনুযায়ী ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে মো. পিয়ারকে বহিষ্কার করা হয়।