হোম > ছাপা সংস্করণ

বীর মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে হত্যা মামলার আসামি পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তির জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাসুদ পারভেজ এ নির্দেশ দেন। এ নিয়ে ১৬ বারের মতো তাঁর জামিন নামঞ্জুর করা হলো। মুক্তি জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি।

টাঙ্গাইলের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মনিরুল ইসলাম খান বলেন, টাঙ্গাইলের ওই আদালতে সহিদুর রহমানের আইনজীবীরা তাঁর জামিন আবেদন করেন। গতকাল সোমবার এই আবেদনের শুনানি হয়। এ সময় সহিদুর রহমানের আইনজীবীরা যে কোনো শর্তে তাঁর জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন।

মুক্তি টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আতাউর রহমান খানের ছেলে। তিনি প্রায় ১১ মাস ধরে জেলহাজতে আছেন। দীর্ঘ ছয় বছর পলাতক থাকার পর গত বছরের ২ ডিসেম্বর মুক্তি টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। ১৮ আগস্ট মুক্তি কারাগারে অসুস্থ হওয়ার পর তাঁকে প্রায় এক মাস টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর তাঁর স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। মামলায় ২০১৪ সালের আগস্টে গোয়েন্দা পুলিশ আনিসুল ইসলাম রাজা ও মোহাম্মদ আলী নামের দুজনকে আটক করে।

আদালতে এ দুজনের স্বীকারোক্তিতে এই হত্যার সঙ্গে তৎকালীন সাংসদ আমানুর রহমান খান রানা, সাবেক পৌর মেয়র সহিদুর, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাঁকন ও সানিয়াত খান বাপ্পার জড়িত থাকার বিষয়টি উঠে আসে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ