শেরপুরের নালিতাবাড়ীতে ব্যবসায়ীদের আপত্তির কারণে নিলাম হয়নি জব্দ করা বালু ও দুটি ট্রাকের। উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা এলাকায় গত মঙ্গলবার অভিযান চালিয়ে দুই ট্রাকসহ বিপুল পরিমাণ বালু জব্দ করে প্রশাসন। ইজারা-বহির্ভূত স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এই বালু জব্দ করা হয়। পরে গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদে জব্দকৃত বালু প্রকাশ্য নিলামে বিক্রির ঘোষণা দেয় প্রশাসন। তবে বালু ব্যবসায়ীদের আপত্তির কারণে তা স্থগিত করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার কালাকুমা এলচারআলী ব্রিজের উত্তরে ও দক্ষিণে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে চারআলী ব্রিজ হুমকির মুখে পড়ে। ইজারা বহির্ভূত এসব এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় মঙ্গলবার দুপুরে সকল স্পটের বালু রাষ্ট্রের অনুকূলে জব্দ করা হয়। এ সময় স্পটে থাকা দুটি ট্রাকও জব্দ করা হয়। পরে জব্দকৃত বালু বুধবার দুপুরে নিলামের মাধ্যমে বিক্রির ঘোষণা দেয় প্রশাসন।
এতে বুধবার সকাল থেকেই জব্দকৃত বালুর মালিক ও শ্রমিকগণ উপজেলা পরিষদ চত্বরে আসতে থাকেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীনের সঙ্গে বালু ব্যবসায়ী ও ইজারাদারের মধ্যকার বৈঠকে জব্দকৃত বালুর নিলাম স্থগিত ঘোষণা করা হয়।
ইউএনওর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, রামচন্দ্রকুড়া ইউপির সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম, ঠিকাদার জাহাঙ্গীর, বালু ব্যবসায়ী জাকারিয়া প্রমুখ।
বালু ব্যবসায়ী জাকারিয়া বলেন, রামচন্দ্রকুড়া ইউনিয়নের প্রায় তিন হাজার সাধারণ মানুষ এই বালু উত্তোলন ও বিপণনের মাধ্যমে তাঁদের জীবিকা নির্বাহ করেন। গত ১৩ এপ্রিল পর্যন্ত গত বছরের ইজারায় উল্লেখিত স্থান থেকে বালু উত্তোলন করা হয়। ১৪ এপ্রিল থেকে নতুন ইজারায় ওই স্থানগুলো অবৈধ হলেও পূর্বেই উত্তোলিত বালু গুলো বিক্রির সুযোগ করে দেওয়া উচিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন বলেন, বালু ব্যবসায়ী ও ইজারাদারের সঙ্গে বসেছিলাম। আপাতত নিলাম স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।