মুন্সিগঞ্জের সিরাজদিখানে সাথী আক্তার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে কোলা ইউনিয়নের উত্তর রক্ষিতপাড়া গ্রামের বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
সাথী রক্ষিতপাড়ার মো. হারুনের স্ত্রী এবং ঢাকার লালবাগের কোস্তা চামড়াপট্টির বাসিন্দা মো. জয়নাল ব্যাপারীর মেয়ে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ নামিয়ে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
এ ব্যাপারে সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জে পাঠানো হয়েছে। বর্তমানে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্তের পরে জানা যাবে।