ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নিজের মনোনয়নপত্র জমা দিয়েও সরে দাঁড়ালেন সহনাটি ইউপির বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান। আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন কাদের রুবেলকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান তিনি।
গতকাল শুক্রবার দুপুরে স্থানীয় পাছার বাজারে সহনাটি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন আব্দুল মান্নান। তিনি বলেন, দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ ও আস্থা রেখে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
এ সময় উপস্থিত স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য আহ্বান জানান এই নেতা।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহী দাস আচার্যের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. সিরাজুল ইসলাম প্রমুখ।