বাগেরহাটের মোল্লাহাটে বাসের ধাক্কায় পত্রিকা এজেন্ট জাকারিয়া বিশ্বাস (৪০) ও তাঁর ছেলে ৫ম শ্রেণির ছাত্র সাহেদ বিশ্বাস (১২) আহত হয়েছে। উপজেলার বাগেরহাট-মাওয়া মহাসড়কের মাদ্রাসাঘাট নামক এলাকায় গতকাল রোববার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
আহত জাকারিয়া বিশ্বাস বলেন, রোববার সকালে মাদ্রাসাঘাট থেকে পত্রিকা নিয়ে ভ্যানে মোল্লাহাট যাওয়ার পথে গোপালগঞ্জগামী একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানভীর মাহমুদ অনিক বলেন, আহত দুজনের মাথায় আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবুল হাসান জানান, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়।