হোম > ছাপা সংস্করণ

৩৪ পদ চান ২১১ নেতা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ার ১৭টি ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ৩৪ পদের জন্য ২১১ নেতা জীবনবৃত্তান্ত সংগঠনের উপজেলা কমিটির কাছে জমা দিয়েছেন। তাঁদের মধ্যে সভাপতি প্রার্থী ৯৬ এবং ১১৫ জন সাধারণ সম্পাদক প্রার্থী। উপজেলা ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী তাঁরা এই জীবনবৃত্তান্ত পাঠিয়েছেন।

উপজেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, পটিয়ার ১৭টি ইউনিয়নের ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয় গত ২৯ জুলাই। এরপর ২ সেপ্টেম্বর উপজেলা সব ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত চাওয়া হয়। ১২ সেপ্টেম্বর জীবনবৃত্তান্ত জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত ছিল।

এ সময়ের মধ্যে ১৭টি ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের ৩৪টি পদের জন্য ২১১ জন প্রার্থী জীবনবৃত্তান্ত জমা দেন।

জানা গেছে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এসব কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। উপজেলার আওতাধীন ১৭টি ইউনিয়ন হলো কোলাগাঁও, হাবিলাসদ্বীপ, কুসুমপুরা, জিরি, কাশিয়াইশ, আশিয়া, জঙ্গলখাইন, বড়লিয়া, ধলঘাট, কেলিশহর, হাইদগাঁও, দক্ষিণ ভূর্ষি, ভাটিখাইন, ছনহরা, কচুয়াই, খরনা ও শোভনদণ্ডী।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত শাকিল বলেন, ‘সবগুলো ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী ২১১ জনের জীবনবৃত্তান্ত পাওয়া গেছে। এসব জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই শেষে পদপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করব। এরপর তাঁদের নিয়ে কর্মিসভার মাধ্যমে কমিটি ঘোষণা করা হবে।’

 আরাফাত শাকিল বলেন, প্রতিটি ইউনিয়নে ছাত্রলীগের মেধাবী ও দক্ষ নেতৃত্ব গঠন করা হবে। সাংগঠনিক নিয়ম মেনেই যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নতুন নেতৃত্ব বাছাই করা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ