হোম > ছাপা সংস্করণ

মুখোমুখি ৫ চেয়ারম্যান প্রার্থী

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কালীগঞ্জের মৌতলা ইউনিয়ন পরিষদে গত রোববার প্রশ্নোত্তর পর্ব শেষে মৌতলা ইউপি নির্বাচনে ৫ জন চেয়ারম্যান প্রার্থী হাতে হাত ধরে জনগণের সামনে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দেন। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কালীগঞ্জ মৌতলা ইউনিয়ন পরিষদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার সন্ধ্যা ৭টায় মৌতলা ইউনিয়ন পরিষদ চত্বরে সুজন সুশাসনের জন্য নাগরিক উপজেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় সুজন সুশাসনের জন্য নাগরিক উপজেলা সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুজনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।

সুজন সুশাসনের জন্য নাগরিক উপজেলা কমিটির সাধারণ সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানটি হয় । বিশেষ অতিথির বক্তব্য দেন সুজন জেলা কমিটির সহসভাপতি অ্যাডভোকেট শাহনাজ পারভীন মিলি, সাধারণ সম্পাদক প্রভাষক হেদায়েতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এবিএম, সেলিম, সাকিবুর রহমান, অ্যাডভোকেট সেলিনা আখতার সেলি, এম ঈদুজ্জামান ইদ্রিস, শেখ সিরাজুল ইসলাম, ডা. মাহাবুবর রহমান, অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পি, রোকনুজ্জামান রোকন, আশরাফুর রহমান, আজাহার হোসেন, সুজন কালীগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি শেখ আনোয়ার হোসেন প্রমুখ। 
প্রশ্ন উত্তর পর্ব শেষে মৌতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ জন চেয়ারম্যান প্রার্থী হাতে হাত ধরে জনগণের সামনে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রতিশ্রুতি বদ্ধ হন। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ