কালিহাতীর এলেঙ্গায় স্কুলছাত্রী সুমাইয়া হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। গতকাল রোববার সকাল ১১টা থেকে দুই ঘণ্টাব্যাপী এলেঙ্গা কলেজ মোড় এলাকায় এ মানববন্ধন হয়। এতে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, সরকারি শামসুল হক কলেজের অধ্যক্ষ আনোয়ারুল কবীর, লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, এলেঙ্গা বিএম কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, এলেঙ্গা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম তালুকদার, জিতেন্দ্রবালা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ চন্দ্র সাহা ও নিহত সুমাইয়ার চাচা ফিরোজ মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, কিশোর গ্যাংয়ের কারণে ছেলেরা বখাটে হয়ে যাচ্ছে। পাশাপাশি ওরা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে। পুলিশ, প্রশাসন, অভিভাবকসহ সবাইকে এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মনিরদের আশ্রয় দাতাদেরও শাস্তির আওতায় আনতে হবে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, আমরা তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ পর্যন্ত অন্য কারও সম্পৃক্ততা পাওয়া যায়নি। পাওয়া গেলে তখন আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেব।