হোম > ছাপা সংস্করণ

অসুস্থ গাভির মাংস বিক্রির অভিযোগ

পুঠিয়া প্রতিনিধি

পুঠিয়ার বানেশ্বর হাটের কসাইখানার ময়লার ভাগাড় থেকে অপরিণ০ত বাছুর বের করেছে একদল কুকুর। স্থানীদের অভিযোগ, রাতের আঁধারে কসাইরা একটি অসুস্থ ও গর্ভবতী গাভি জবাই করে সেটির মাংস বিক্রি করেছেন। এ ঘটনায় এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

গত রোববার বিকেলে বানেশ্বর বাজারের কসাইখানায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বানেশ্বর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জেবের আলী বলেন, দীর্ঘদিন ধরে এই হাটে কোনো গরুর স্বাস্থ্য পরীক্ষা করা হয় না। কসাইরা স্যানিটারি কর্মকর্তাকে মাসোহারা দেন। এরপর নিজেরাই পশুর জবাইকৃত মাংসে সিল মারেন। ফলে এই হাটে মাঝেমধ্যে রোগাক্রান্ত এবং গর্ভবতী গাভি জবাইয়ের ঘটনা ঘটে বলে শোনা যায়। গত রোববার এমন ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। বিষয়টি নিয়ে কয়েক দফা কসাইদের সঙ্গে বৈঠক করা হলেও কোনো সুরাহা হয় না। রোববারের ঘটনা নিয়ে তদন্ত চলছে।

পুঠিয়া উপজেলার প্রাণীসম্পদ কর্মকর্তা মখলেছুর রহমান বলেন, হাট-বাজারে কোনোভাবেই স্বাস্থ্য পরীক্ষা ছাড়া পশু জবাই করার নিয়ম নেই। আমাদের অনুমতি ছাড়া পরবর্তীতে কোনো ধরনের পশু জবাই করলে কসাইদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, কেউ কোনো অভিযোগ দিতে আসেননি। বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ