কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
নিহত শিশু রিয়াদ বাবু (৩) ওই গ্রামের নূর নবীর ছেলে। এ ঘটনায় আহত রেদওয়ানা আক্তার (৭) নামে অপর এক শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, জমি চাষ করার জন্য শিশুটির পরিবার পাশের বাড়ির আমিনুরের ট্রাক্টর ভাড়া নেয়। গটনার দিন ট্রাক্টরের ওপর শিশু দুটির পরিবারের লোকজনসহ চালক দোলার উদ্দেশ্যে রওনা দেন।
পথিমধ্যে রাস্তায় মোড় নেওয়ার সময় দুই শিশু ট্রাক্টর থেকে ছিটকে পড়ে। এ সময় ট্রাক্টরের লাঙলে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রিয়াদ বাবুর।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।