বাগেরহাটের রামপালে আত্মসমর্পণ করা জলদস্যুদের পুনর্বাসনবিষয়ক র্যাবের প্রস্তুতিমূলক সভা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এ সময় আরও উপস্থিত ছিলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার, র্যাব-৬ ও র্যাব-৮ এর অধিনায়ক, বাগেরহাট পুলিশ সুপার কে এম আরিফুল হক, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আসিফ ইকবাল (মোংলা-রামপাল সার্কেল), রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুদ্দীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন বলেন, আগামী ১ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রামপালে আত্মসমর্পণ করা দস্যু পরিবারকে পুনর্বাসন সহায়তা দেবেন। উপজেলা পরিষদের সামনে এ অনুষ্ঠান হবে। এ উপলক্ষে র্যাবের মহাপরিচালক অনুষ্ঠানস্থল পরিদর্শনসহ স্থানীয় প্রশাসনের সঙ্গে প্রস্তুতিমূলক সভা করেন।