হোম > ছাপা সংস্করণ

কুড়িয়ে পাওয়া নবজাতক যাবে ছোটমণি নিবাসে

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় ডাস্টবিন থেকে এক দিন বয়সী জীবিত ছেলে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা। নিয়ম অনুযায়ী চিকিৎসা শেষে তাকে ঢাকার ছোটমণি নিবাসে পাঠানো হবে। গতকাল বুধবার বিকেলে সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শিবলীজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার রাত ৮টার দিকে আশুলিয়ার ঘোষবাগ সোনিয়া মার্কেট এলাকার রিপন সিকদারের বাড়ির পেছনের ডাস্টবিন থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। তবে শিশুটিকে লালন-পালন করার ইচ্ছা পোষণ করেছেন স্থানীয় এক ব্যক্তি।

স্থানীয় নূর মোহাম্মদ বলেন, রাত ৮টার দিকে আমার চাচা রিপন সিকদারের বাড়ির পেছনের ডাস্টবিনে শিশুর কান্না শুনতে পাই। পরে সেখানে গিয়ে একটি জীবিত নবজাতক দেখতে পাই। এ সময় তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দা আব্দুল আল নোমান বলেন, ‘আমার ভাতিজা নবজাতককে উদ্ধার করেছে। শুরু থেকেই তার খোঁজখবর নিয়ে যাচ্ছি। গতকাল থেকেই যেসব খরচ হচ্ছে, আমি বহন করছি। আমি আইনানুগভাবে বাচ্চাটিকে দত্তক নিয়ে লালন-পালন করতে চাই।’

নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রের ব্যবস্থাপক হারুন-অর-রশিদ বলেন, রাত সাড়ে ৮টার দিকে একটি নবজাতককে হাসপাতালে আনেন স্থানীয়রা। নবজাতকটি সদ্য ভূমিষ্ঠ বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে সে সুস্থ রয়েছে। চিকিৎসকেরা তাকে নিওনেটাল ওয়ার্ডে পর্যবেক্ষণে রেখেছেন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইউনুস আলী বলেন, ‘আমরা খবর পেয়ে নবজাতকের খোঁজখবর নিয়েছি। বর্তমানে সে সুস্থ। নুর মোহাম্মদ ও রিপন সিকদারের জিম্মায় সে রয়েছে।

সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিবলীজ্জামান বলেন, চিকিৎসা শেষে ও যখন সুস্থ হবে, তখন ঢাকায় ছোটমণি নিবাসে নেওয়া হবে। ছোটমণি নিবাস সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন এবং সমাজকল্যাণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত। সেখানে তার লালন-পালনের ব্যবস্থা হবে। কেউ যদি তাকে দত্তক নিতে চায়, তাহলে আদালতের মাধ্যমে নিতে হবে। এখন সে হাসপাতালে চিকিৎসকদের নজরদারিতে আছে। সে ভালো আছে। ডাক্তার রিলিজ দিলেই তাকে ঢাকায় পাঠানো হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ