হোম > ছাপা সংস্করণ

পরীক্ষা শুরুর পর জানল সে পরীক্ষার্থী

মনিরামপুর প্রতিনিধি

সুরাইয়া খাতুন। যশোরের মনিরামপুরের ঝালঝাড়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা থেকে এবার আলিম পরীক্ষার্থী।

গতকাল বৃহস্পতিবার কোরআন মাজিদ বিষয়ের পরীক্ষা ছিল। কেন্দ্র মনিরামপুর ফাজিল মাদ্রাসা। কিন্তু পরীক্ষায় বসতে পারেনি সুরাইয়া। পরীক্ষা শুরুর আধ ঘণ্টা পর মাদ্রাসার এক শিক্ষক ফোন করায় সে জানতে পারে তার পরীক্ষা শুরু হয়েছে।

খবর পেয়ে শ্বশুর বাড়ি থেকে দ্রুত পরীক্ষা কেন্দ্রে ছুটে আসে সুরাইয়া। সঙ্গে ছিল না প্রবেশপত্র। কেন্দ্রে ঢুকে জানতে পারে পরীক্ষা শেষের আর ১১ মিনিট বাকি আছে। অনেক অনুরোধ করেও পরীক্ষায় বসতে পারেনি এ পরীক্ষার্থী।

সুরাইয়া খাতুন বলে, ‘এক বছর আগে আমার বিয়ে হয়। আমি ঝালঝাড়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা থেকে এবারের আলিম পরীক্ষার্থী। ফরম পূরণ করেছিলাম। মাদ্রাসায় অ্যাসাইনমেন্টও জমা দিয়েছি। কিন্তু আজ (বৃহস্পতিবার) পরীক্ষা শুরু হবে তা জানতাম না। মাদ্রাসা থেকেও শিক্ষকেরা কিছু জানাননি।’

মনিরামপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রের সচিব মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, ‘পরীক্ষা শুরুর ৫৫ মিনিট পর কেন্দ্রের উপস্থিত অনুপস্থিতের তথ্য শিক্ষা বোর্ড এবং ইউএনও অফিসে পাঠানো হয়েছে। ওই পরীক্ষার্থী পরীক্ষা শেষ হওয়ার ১১ মিনিট বাকি থাকতে এসেছে। তখন পরীক্ষায় বসতে দেওয়ার সুযোগ ছিল না।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ