দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় কেউ মারা না গেলেও উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে।
গত বুধবার দিনাজপুরের সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. শাহ মো. এজাজ-উল হক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলায় ২৪ ঘণ্টায় ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিরা দিনাজপুর সদরের বাসিন্দা। শনাক্তের হার ২ দশমিক ৭৮ শতাংশ। জেলায় এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৪৬১ জন, মারা গেছেন ২৮৭ জন। মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ১২৫ জন।
এ ছাড়া দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ২৪ জন ভর্তি রয়েছেন। আর করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৯ জন। জেলার অন্য হাসপাতালে করোনা আক্রান্ত কোনো রোগী ভর্তি না থাকলেও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৩ জন।