কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি সদস্যরা ১৮ কেজি গাঁজা জব্দ করেছেন। গত শুক্রবার রাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিজিবি এ গাঁজা জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার পূর্ব ফুলমতি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৬ এর পাশ দিয়ে দুই ব্যক্তি পোটলায় করে গাঁজা নিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বালারহাট বিওপির টহলরত বিজিবির সদস্যরা তাঁদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে তাঁরা গাঁজার পোঁটলা ফেলে পালিয়ে যান। পরে গাঁজার পোঁটলা জব্দ করে ক্যাম্পে নিয়ে আসেন বিজিবি সদস্যরা। জব্দ করা গাঁজা শনিবার সকালে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা করা হয়।
বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম তৌহিদুল-আলম ১৮ কেজি গাঁজা জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।