শিক্ষার্থী ও জন সাধারণের সহজে চলাচলের সুবিধার্থে বরিশাল নগরীর যানজট নিরসনে ৩ দফা দাবি তোলা হয়েছে ‘সচেতন এলাকাবাসী’র ব্যানারে। গত মঙ্গলবার নগরীর আমতলার মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘সচেতন এলাকাবাসী’র দাবিগুলো হচ্ছে গড়িয়ার পাড় হয়ে রূপাতলী দপদপিয়া আব্দুর রব সেনিয়াবাত সেতু পর্যন্ত মূল শহরের বাইরে বাইপাস সড়ক নির্মাণ ও নগরীর মধ্যের সাগরদী পোল থেকে রূপাতলী পর্যন্ত রাস্তা প্রশস্ত করা, আমতলা মোড় থেকে জিলা স্কুল সড়কে ইজিবাইক ও অটোরিকশা চলাচল নিশ্চিত করা এবং ইজিবাইক ও অটোরিকশা আটক, জরিমানা বন্ধ করা।
নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদের বরিশাল জেলা আহ্বায়ক ইমরান হাবিব রুমন, সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের শহিদুল ইসলামসহ স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা জানান, প্রনগরের রূপাতলী থেকে আমতলা মোড় পর্যন্ত ভীষণ যানজটের সম্মুখীন হতে হয়। যানজটে অতিষ্ঠ ২৩,২৪, ২৫,২৬, ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। মানববন্ধন শেষে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।