হোম > ছাপা সংস্করণ

আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি

মেঘনা প্রতিনিধি

মেঘনা উপজেলায় ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে কৃষকদের ২ কোটি ৪৬ লাখ ১৬ হাজার ৫২০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রমতে, উপজেলার ৫৬৫ জন কৃষক ১৮০ হেক্টর জমিতে আলু চাষ করেন। এর মধ্য ঘূর্ণিঝড়ের কারণে ১৪০ হেক্টর জমির শতভাগ ক্ষতি হয়। যার বাজার মূল্য ১ কোটি ৫৮ লাখ ৩ হাজার ৬০ টাকা। এ ছাড়া ৩১০ জন কৃষক ৩ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করেন। এর মধ্যে ৩ হেক্টর জমিরই ক্ষতি হয়। যার বাজার মূল্য ১১ লাখ ৮০ হাজার টাকা।

এ দিকে ৩ হাজার ৫৬০ জন কৃষক ২ হাজার ৮৭৪ হেক্টর জমিতে গম, সবজি, মসুর ডাল, মাস কালাই, খেসারি, মটর, রসুন, ধনে, মরিচ, ক্ষীরা ও ভাঙি চাষ করেন। যার ৪৫১.৫ হেক্টর ক্ষতি হয়। যার বাজার মূল্য ৭৬ লাখ ৩৩ হাজার ৪৬০ টাকা।

উপজেলার মির্জানগর গ্রামের কৃষক শাহাবুদ্দিন। তিনি ২৫০ বিঘা জমিতে আলু চাষ করেন। তিনি বলেন, ‘আলু বীজ জমিতে রোপণ করতেই টানা বৃষ্টিতে সব ভেসে গেছে। ধার–কর্জ করে এখন নতুন করে আবার আলু বীজ বুনেছি।’

সোনাকান্দা গ্রামের আলু চাষি মো. ডালিম বলেন, ‘টানা বৃষ্টি আমার জীবন শেষ করে দিয়েছে।’

বড় নোয়াগাও গ্রামের নাছির বলেন, ৫০ বিঘা জমিতে আলু চাষ করে শতভাগ নষ্ট হয়ে গেছে। কৃষি অফিস থেকে লোক এসে লিখে নিয়েছে। সরকারের কাছে মিনতি, জীবনডা বাঁচাতে চায়।’

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘আমরা ঘূর্ণিঝড় জাওয়াদে ক্ষতিগ্রস্ত কৃষকের কি পরি মান ক্ষতি হয়েছে, তাঁর তালিকা করেছি। যদি কোনো প্রণোদনা সরকার দেয়, আমরা সুষ্ঠুভাবে ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে বিতরণ করব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ