আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে চৌধুরী মনজুর লিয়াকতের নিয়োগ আবেদন বাতিল করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ইসলামিক ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের নীতি ও নিয়ন্ত্রণ শাখা থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, চলতি বছরের ২৭ সেপ্টেম্বর ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের এমডি পদে চৌধুরী মনজুর লিয়াকতকে নিয়োগ দেওয়ার আবেদন করা হয়। তবে এমডি পদে তাঁকে নিয়োগের অনাপত্তি দেওয়া হয়নি।